এক্সপ্লোর
বিদায় সৌমিত্র সৌমিত্র চট্টোপাধ্যায়, শেষ যাত্রায় মানুষের ঢল
মৃত্যুর কাছে পরাজিত ‘অপরাজিত’ ‘অপু’!! প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। দীর্ঘ ‘অভিযান’-এর সমাপ্তি। সব বন্ধন ছিন্ন করে চলে গেলেন ফেলুদা। আর কখনও খিদ্দা গলা ফাটিয়ে বলে উঠবেন না, ফাইট কোনি ফাইট! রবীন্দ্র সদন থেকে পদযাত্রা করে মরদেহ পৌঁছল কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই গান স্যালুটের মাধ্যমে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
আরও দেখুন

















