Census: এবার জনগণনার সঙ্গে জাতিগণনাও, ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে জনগণনা
ABP Ananda Live: লাদাখ থেকে শুরু হচ্ছে জনগণনা। ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে জনগণনা। লাদাখের সঙ্গেই জম্মু-কাশ্মীর, হিমাচল এবং উত্তরাখণ্ডে ১ অক্টোবর থেকে জনগণনা শুরু
দেশের বাকি অংশে জনগণনা শুরু হবে ২০২৭-এর ১ মার্চ থেকে । এবার জনগণনার সঙ্গে জাতিগণনাও হবে, আগেই জানিয়েছে কেন্দ্র।
সপ্তাহের শুরুতে ফের উত্তপ্ত বিধানসভা। মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রীর বলার সময় বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় প্রশ্ন করেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় । আপনি কী করেন, সব জানি, উত্তেজিত হয়ে বিধানসভায় বলেন মুখ্যমন্ত্রী, খবর সূত্রের। কাউন্সিলের ভোটে আপনি হারেন, শঙ্কর ঘোষকে বলেন মুখ্যমন্ত্রী, খবর সূত্রের। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। 'কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা দেয়নি'। 'যতবার তথ্য চেয়েছে সব দিয়েছি'। 'কিন্তু তাও টাকা আটকে রেখেছে'। অনেক রাজ্যে এই সমস্যা আছে, তারা টাকা পাচ্ছে, আমরা পাচ্ছি না, অভিযোগ মুখ্যমন্ত্রীর, খবর সূত্রের।

















