Corona: রাজ্যে একদিনে ৬ হাজারেরই ওপরে করোনা সংক্রমণ, মৃত ১৩ | Bangla News
রাজ্যে একদিনে ৬ হাজারেরই ওপরে করোনা (Corona) সংক্রমণ। একদিনে ৬ হাজার ৭৮ জন করোনা আক্রান্ত, মৃত্যু হয়েছে ১৩ জনের। কলকাতায় একদিনে ২ হাজার ৮০১ জন সংক্রমিত। মৃত্যু ৪ জনের। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ১ হাজার ৫৭। মৃত ৪।
কলকাতায় ২৫টি এলাকায় ফিরল মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone)। হাওড়ার ৪১টি জায়গায়, রাজপুর-সোনারপুরে ১৮টি জায়গায় কড়াকড়ি। আজ থেকে তিনটি সেফ হোম শুরুর কথা জানিয়েছে কলকাতা পুরসভা।
কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College and Hospital) ৭ জন চিকিৎসক করোনায় আক্রান্ত। আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষ-সহ ৩৫ জনের বেশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী করোনার কবলে।
২২ তারিখেই বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগরে পুরভোট। সোমবার রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। দিশাহীন সিদ্ধান্ত, অভিযোগ বিজেপির। বিজেপির শুধু দ্বিচারিতা, কটাক্ষ তৃণমূলের।