Covid Case: দেশ ও রাজ্য জুড়ে ফের করোনার ভ্রুকুটি,সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০
ABP Ananda Live: ২০২০ সাল থেকে টানা তিন বছরের করোনা স্মৃতি এখনও ফিকে হয়নি। তার মধ্যেই দেশ ও রাজ্য জুড়ে ফের করোনার ভ্রুকুটি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, সোমবার পর্যন্ত, সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০। অন্যদিকে, এ রাজ্যেও উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন এই উপপ্রজাতি। সব মিলিয়ে আতঙ্কে না থেকে সতর্কতা অবলম্বনেই জোর দিচ্ছে চিকিৎসক মহল।
'আপনার নাকি প্ল্যান এ, বি, সি, ডি তৈরি, এই ঘোষণা কত নম্বর প্ল্যানের অংশ?' মমতাকে খোঁচা শুভেন্দুর
"আপনার নাকি প্ল্যান এ, বি, সি, ডি... তৈরি আছে। আজ যখন পরীক্ষার সূচি ঘোষণা করলেন, তখন উল্লেখ করলেন না কেন যে, এই ঘোষণা আপনার কত নম্বর প্ল্যানের অংশ?" মুখ্যমন্ত্রীর চাকরির-বিজ্ঞপ্তি ঘোষণার পর এই ভাষায়েই সোশাল মিডিয়ায় সরব হলেন শুভেন্দু অধিকারী। "যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন, তাঁরাই আবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি ফিরে পাবেন তার কি গ্যারান্টি আছে?"-সহ তিন দফা প্রশ্নও তুললেন বিরোধী দলনেতা।
ফেসবুক পোস্টে শুভেন্দু লেখেন, "আপনি আজও চেষ্টা করেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিভ্রান্ত করতে, তবে আর কত দিন ঠকাবেন এই যোগ্য নিরপরাধ চাকরিহারাদের ? আজ তাঁরা আপনার এই ঘোষণাকে ‘মৃত্যুপরোয়ানা' বলে উল্লেখ করেছেন।"


















