Covid Updates: করোনার জেরে রাজ্যে এগিয়ে এল গরমের ছুটি, জুন মাস পর্যন্ত স্কুল বন্ধের সিদ্ধান্ত শিক্ষা দফতরের
রাজ্যে প্রতিদিন বাড়ছে দৈনিক করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে এবার রাজ্যের সমস্ত স্কুল (School) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। আগামীকাল থেকে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল। এগিয়ে নিয়ে আসা হচ্ছে গরমের ছুটি। জুন মাস পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি স্কুলে যেতে হবে না শিক্ষক-শিক্ষিকাদেরও। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন হচ্ছিল। নির্বাচনের কারণে বেশ কিছু স্কুল আগেই বন্ধ ছিল। পুনরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। শিক্ষা দফতরের সঙ্গে ও মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানান তিনি।

















