Delhi News: উৎসবের মরশুমে দেশে নাশকতার ছক ?
ABP Ananda LIVE: উৎসবের মরশুমে দেশে নাশকতার ছক? । বিভিন্ন রাজ্য থেকে ৫ সন্দেহভাজন IS জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ । দিল্লি থেকে গ্রেফতার আফতাব ও সুফিয়ান নামে ২ সন্দেহভাজন জঙ্গি । পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে IED তৈরির সরঞ্জাম । এর আগে রাঁচি থেকে আজহার দানিশ নামে এক সন্দেহভাজন IS জঙ্গি গ্রেফতার । মধ্যপ্রদেশ ও হায়দরাবাদ থেকেও ২ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন...
হলদিয়ার টাটা স্টিল কারখানায় হুগলি মেট কোক ডিভিশনে স্থায়ী কর্মীদের নির্বাচনে জয় গেরুয়া শিবিরের
হলদিয়ার টাটা স্টিল কারখানায় হুগলি মেট কোক ডিভিশনে স্থায়ী কর্মীদের নির্বাচনে জয় গেরুয়া শিবিরের। আইএনটিটিইউসির হাতছাড়া হল এই কারখানার ইউনিয়ন। বুধবার সকাল ৭ টা থেকে শুরু হয় ভোট। শেষ হয় বিকেল ৪ টেয়। মোট তিনটি প্রতীকে ভোট হয়। ফলাফল ঘোষণা হলে দেখা যায় ১৯৯ জনের মধ্যে ১৯৭ জন স্থায়ী কর্মী ভোট দেন। গেরুয়া শিবির ১২৮ টি ভোট পেয়ে জয় লাভ করে। আইএনটিটিইউসি পায় ৬২টি ভোট ও সিটু পায় ৭টি ভোট।

















