Dengue Death: জেলাতেও উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি
Dengue Update : মালদা জেলাতেও ডেঙ্গির (Dengue)দাপট। চলতি মরশুমে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় আক্রান্ত ১ হাজার ২১৩ জন ইংরেজবাজার (English Bazar), রতুয়া এবং কালিয়াচকের (Kaliyachowk) ব্লকে ব্লকে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গি মোকাবিলায় টাস্ক ফোর্স (Task Force) গঠন করেছে মালদা জেলা প্রশাসন। আজ সকাল থেকে ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ডে ড্রোন (Drone) উড়িয়ে চলছে নজরদারি। কোথাও জমা জল বা আবর্জনা রয়েছে কি না, দেখা হচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে, জেলার স্কুল ও নার্সিংহোমগুলি (Nursing Home) পরিদর্শন করবে টাস্ক ফোর্স। নার্সিংহোম বা হাসপাতাল ডেঙ্গি প্রোটোকল না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। চলতি মরশুমে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জলপাইগুড়িতে (Jalpaiguri) ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪০৩ জন। পুরসভা এলাকায় ১০ জন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলার সমস্ত পুরসভাকে নিয়ে জরুরি বৈঠক করল জেলা স্বাস্থ্য দফতর