District News : ভোটের মুখে রক্ত ঝরল নন্দীগ্রামে, মোদি-মমতার প্রচারে ফিরল মাওবাদী প্রসঙ্গ
নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কর্মসূচি ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত দু'পক্ষের বেশ কয়েকজন। পুরুলিয়ার সভা থেকে তৃণমূল-মাওবাদী যোগের অভিযোগ করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। মমতা মাওবাদীদের হিংসার পথ থেকে মূল স্রোতে ফিরিয়েছেন, জবাব ফিরহাদের। ‘বিজেপি ভোট চুরি করতে এলে ভয় পাবেন না, রুখে দাঁড়ান’, গড়বেতায় বললেন মমতা (Mamata Banerjee)। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ। অন্যদিকে কোতুলপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত বিজেপি প্রার্থী। গতকাল প্রকাশিত বিজেপির প্রার্থী তালিকায় তারকাদের ছড়াছড়ি। প্রার্থীপদ পেয়েছেন তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বেশ কয়েকজন। এই নিয়ে বিভিন্ন কেন্দ্রে বিজেপি কর্মীদের ক্ষোভ, প্রার্থী বদলের দাবি। অন্যদিকে আরও এক দফা প্রার্থীতালিকা প্রকাশ করল আইএসএফ (ISF)। ভাঙড়ে প্রার্থী হলেন আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) ভাই নৌশাদ।