Nusrat Jahan: 'BJP করোনার চেয়েও বেশি ভয়ঙ্কর', নুসরতের মন্তব্যের জবাবে Dilip Ghosh বললেন 'ওঁর মতো ফ্লাইং লিডারের পক্ষে সত্যিই ভয়ঙ্কর'
বাংলার সংস্কৃতি বোঝে না বিজেপি। ওরা করোনার চেয়েও বেশি ভয়ঙ্কর। আজ বসিরহাটে এক অনুষ্ঠানে এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। তাঁর অভিযোগ, বিজেপি প্রচুর টাকা ছড়াচ্ছে। এই নিয়ে পাল্টা তৃণমূল সাংসদকে আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
তৃণমূলের তারকা সাংসদদের মধ্যে রাজনৈতিক যুদ্ধে তিনিই সম্ভবত সবচেয়ে বেশি সক্রিয়। সোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই বিজেপিকে আক্রমণ করে বিতর্কে জড়ান। সম্প্রতি একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ডিসেম্বরে বাংলায় বেকারের সংখ্যা কমেছে, যেখানে জাতীয় স্তরে কর্মহীনের সংখ্যা বেড়েছে। এ নিয়েই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ ট্যুইটারে বলেন, 'প্রধানমন্ত্রীর অতি সক্রিয় নেতৃত্বের খোঁজ করছেন? দুঃখিত, তা তো কোথাও নজরে পড়ছে না...।’
এখানেই থামেননি নুসরত। সম্প্রতি বিজেপির আইটি সেলের প্রধান তথা রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। তার জবাবে বসিরহাটের তৃণমূল সাংসদ ট্যুইটারে লেখেন, ‘শ্রী অমিত মালব্য, যিনি কি না মানবিকতার নামে সমস্যাদায়ক উপাদান, মুখ্যমন্ত্রীকে তাঁর নাম ধরে আক্রমণ করেন, তিনি কি এই তথ্য জেনে অবাক হচ্ছেন! আপনার জ্ঞাতার্থে বলে রাখি, সক্রিয় নেতৃত্বদান কিন্তু একেই বলে!’