এক ঝলকে: 'দলবিরোধী' কাজ সুতাহাটা গ্রামপঞ্চায়েতের TMC উপ-প্রধানের, পাশকুড়ার BJP কাউন্সিলরের বিরুদ্ধে ‘ঘুষখোর’ পোস্টার
দলবিরোধী কাজের অভিযোগ, পূর্ব মেদিনীপুরের সুতাহাটাতে গ্রামপঞ্চায়েতের উপ-প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে সরিয়ে দেওয়া হল। দল বিরোধী কাজের কথা স্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল (TMC) উপ-প্রধান। সরকারি চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুরের ময়না থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে অনেকের অ্যাডমিট ও মার্কশিট পাওয়া গিয়েছে। ধৃতকে আজ আদালতে তোলা হবে। কাঁথি-১ ব্লকে গ্রামপঞ্চায়েতের সদস্যরা অনাস্থা এনে সরিয়ে দিলেন পঞ্চায়েত প্রধানকে। পাঁশকুড়ায় বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে ‘ঘুষখোর’ পোস্টার। সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নাম করে ঘুষ নেওয়া ও আমফানের ত্রাণের চাল ও ত্রিপল চুরির অভিযোগ। এই নিয়ে তৃণমূল-বিজেপির দ্বন্দ্ব শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনার বীজপুরে বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন তিন মণ্ডল সভাপতি সহ কয়েকশো বিজেপি কর্মী। পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ। উত্তর ২৪ পরগনার অশোকনগরের ঘটনা। পুলিশের গাড়ি ভাঙচুর।