ফটাফট: আজ খুলছে কামাখ্যা মন্দির, হাথরস কাণ্ডের প্রতিবাদে ফের পথে তৃণমূল, সঙ্গে অন্য খবর
উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ৫৯১ জন। মৃত ৬২ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে রাজ্যের মধ্যে শীর্ষে কলকাতা। এখনও আইটিইউতে করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়। শুরু প্লাজমা থেরাপি। শরীরে অক্সিজেনের পরিমাণ কম। রয়েছে অস্বস্তি। এমআরআই করা জরুরি মনে করছেন চিকিৎসকরা। আজ খুলছে গৌহাটির কামাখ্যা মন্দির। মণীশ শুক্ল খুনে এবার বিহার যাচ্ছে সিআইডি। নালন্দা জেলে বন্দী সুবোধ সিং-ই ব্যবস্থা করেছিল টাকা ও সুপারি কিলারের, অনুমান গোয়েন্দাদের। মণীশ শুক্ল খুনে আমাকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে, দাবি বিজেপি সাংসদ অর্জুন সিংহের। কেন ভয় অর্জুনের? পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের। বিজেপির মিছিল ঘিরে উত্তপ্ত জৌগ্রাম। দিলীপকে কালো পতাকা। কনভয় বেরিয়ে যাওয়ার পরই তৃণমূল-বিজেপি সংঘর্ষ। নবান্ন-রাজভবন সংঘাতের মধ্যেই ট্যুইট করে ফের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তথ্য তলব রাজ্যপালের। পাল্টা জবাব তৃণমূলের। প্রত্যাশিতভাবেই পাশে দাঁড়িয়েছে বিজেপি। হাথরস কাণ্ডের প্রতিবাদে ফের পথে তৃণমূল। মহিলাদের সঙ্গে অপরাধ ঘটলেই বাধ্যতামূলক এফআইআর। গাফিলতি থাকলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নতুন নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের।