ফটাফট: সৌমেন্দু অধিকারী থেকে সুশান্ত ঘোষ, প্রথম দফার ভোটে আক্রান্ত হেভিওয়েটরা
কাঁথি দক্ষিণে সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari) গাড়িতে হামলা, আক্রান্ত চালক। অভিযোগ তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে। ভোট চলাকালীন রাস্তায় নেমে আক্রান্ত সুশান্ত ঘোষ। আক্রান্ত এবিপি আনন্দও। বুথের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে বিজেপিকে গুলি মারার হুমকি দিলেন পুরুলিয়ার তৃণমূল প্রার্থী। ভগবানপুরে ভোটারদের মারধর, বাড়ি ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলকে ভোট দিলেও ভোট যাচ্ছে বিজেপিতে, ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভ কাঁথি দক্ষিণের মাজনায়। অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন। তৃণমূলে ভোট দিলে বিজেপিতে পড়ছে, অভিযোগ মমতার, মিথ্যা অভিযোগ, দাবি শিশির অধিকারীর। অধিকারী পরিবারের বিরুদ্ধে টাকা বিলি করার অভিযোগ মমতার। পটাশপুরে তৃণমূল-বিজেপি (BJP) সংঘর্ষ, বোমাবাজি। আহত ওসি ভর্তি হাসপাতালে। ঘটনায় গ্রেফতার ৪। ঘটনার পিছনে রয়েছে পাকিস্তানিরা, অভিযোগ শুভেন্দুর। পটাশপুরে বুথের কাছে ধারালো অস্ত্র নিয়ে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ উঠল বিজেপি বিরুদ্ধে। ওড়াকান্দিতে মতুয়া মন্দিরে নরেন্দ্র মোদি।