Amit Shah: ভোটের পর জম্মু-কাশ্মীর ফিরে পাবে বিশেষ মর্যাদা, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর| Bangla News
ভোটের পর রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু ও কাশ্মীর। গতকাল তিন দিনের জম্মু-কাশ্মীর সফরে গিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপত্যকার পরিস্থতি নিয়ে পুলিশ-প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৯-এর অগাস্টে, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার। নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হয় জম্মু-কাশ্মীর। কাশ্মীর থেকে ভেঙে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় লাদাখকে। কেন্দ্রের বিজেপি সরকারের যুক্তি ছিল এর ফলে, বন্ধ হবে সন্ত্রাস কারগিল-লাদাখের মতো এলাকার নিরাপত্তা আরও জোরদার হবে। এর পাশাপাশি, ভিটেয় ফিরতে পারবেন কাশ্মীরি পণ্ডিতরা। কিন্তু, বিরোধীদের অভিযোগ, বাস্তবে কাশ্মীরের পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে দলে দলে উপত্যকা ছাড়ছেন কাশ্মীরি পণ্ডিতরা। জঙ্গি হামলার রক্তাক্ত হচ্ছে ভূস্বর্গ। এই অবস্থায়, বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর, প্রথমবার জম্মু-কাশ্মীর সফরে এসে রাজ্যের মর্যাদা ফিরে পাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে পুলিশ-প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ।