Bipin Rawat Demise: 'অসাধারণ সেনা, প্রকৃত দেশপ্রেমিক', বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্য়ুইট প্রধানমন্ত্রীর | Bangla News
কুন্নুরে কপ্টার দুর্ঘটনা, জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু। মৃত ১৩ জনের মধ্য়ে জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী। কুন্নুরে কপ্টার দুর্ঘটনা নিয়ে জানাল বায়ুসেনা। তামিলনাড়ুর কুন্নুরে MI-17 V-5 কপ্টারে দুর্ঘটনা নিয়ে জানাল বায়ুসেনা। সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ।
"অসাধারণ সেনা, প্রকৃত দেশপ্রেমিক।" ট্যুইট প্রধানমন্ত্রীর। "সেনার আধুনিকীকরণে অনেক অবদান আছে। কৌশল ব্য়াপারেও ব্য়তিক্রমী ছিলেন জেনারেল রাওয়াত।" কপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্সের মৃত্যুতে ট্যুইট প্রধানমন্ত্রীর।
"দেশের জন্য় আজ দুঃখের দিন", ট্যুইটে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আহত গ্রুপ ক্যাপ্টেনের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
![Chok Bhanga Chota: মহাকুম্ভের পথে বিপর্যয়, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/17/095e0d51ece68b14630ae0b3ff600c4e1726584047480967_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)