Corona: এবার কি বাংলায় আছড়ে পড়তে পারে করোনার দ্বিতীয় ঢেউ?
এবার কি বাংলায় আছড়ে পড়তে পারে করোনার দ্বিতীয় ঢেউ? মহারাষ্ট্র, কেরল-সহ একাধিক রাজ্যে নতুন করে সংক্রমণ বৃদ্ধি সেই প্রশ্নই তুলে দিয়েছে। ঢেউ রুখতে দ্রুত টিকাকরণ জরুরি বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ। পাশাপাশি মাস্ক পরা ও রাজনৈতিক কর্মসূচিতে রাশ টানার কথা বলছেন কেউ কেউ। দেশে সংক্রমণ নিম্নমুখী হলেও মহারাষ্ট্র, কেরল নিয়ে যাচ্ছে না মাথাব্যথা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১০ জন। কেরলে ২ হাজার ২১২ জন। একদিনে দেশে মোট আক্রান্তের সত্তর শতাংশই আক্রান্ত হয়েছেন ওই দুই রাজ্যে। কর্ণাটক, তামিলনাড়ুর মতো দক্ষিণের রাজ্যগুলিতেও নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউ উঠছে? এই রাজ্যগুলির সঙ্গে রেল, সড়ক ও আকাশপথে নিয়মিত যোগাযোগ রয়েছে বাংলার। বাংলায় সংক্রমণ ধীরে ধীরে কমতে থাকলেও, করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে চিন্তিত চিকিৎসকদের একাংশ।