Pulwama Attack: অবন্তীপোরায় জঙ্গিদের হাতে সপরিবারে খুন পুলিশ অফিসার
Former J&K Special Police Officer, Wife And Daughter Killed By Terrorists In Pulwama : পুলওয়ামার অবন্তীপোরায় জঙ্গি হামলায় মৃত্যু হল তিনজনের। স্পেশাল পুলিশ অফিসার ফৈয়াজ আহমেদের বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। গুলিতে ঝাঁঝরা করে দেয় ফৈয়াজ, তাঁর স্ত্রী ও মেয়েকে। তিন জনেরই মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পরই ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। শুরু হয়েছে তল্লাশি অভিযান। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেলের তরফে হামলার নিন্দা করা হয়েছে।
জম্মুতে বিস্ফোরণ। ভারতীয় বায়ুসেনা পরিচালিত সাতওয়ারি বায়ুসেনা স্টেশনে বিস্ফোরণ ঘটে। রাত ২টো নাগাদ পরপর দু’বার বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় দুই জন জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা বায়ুসেনার এফআইআরের জন্য অপেক্ষা করছিল।
ঘটনায় ড্রোন হামলার সম্ভাবনা নিয়ে জল্পনার মধ্যেই সহকারী বায়ুসেনা প্রধান এইচএস অরোরার সঙ্গে ফোনে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মন্ত্রকের আধিকারিকরা জানান, এয়ার মার্শাল বিক্রম সিংহ তদন্তের জন্য জম্মু যাচ্ছেন। এর মাঝেই বায়ুসেনার বিশেষ বিমানে চেপে নয়াদিল্লি থেকে লাদাখ যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিন দিনের সফরে লাদাখ গিয়েছেন তিনি ।