Morning Headlines: ভোটে তৃণমূল প্রার্থী কারা? জানবেন আজই
আজ তৃণমূলের (TMC) পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ। ভবানীপুর নয়, শুধু নন্দীগ্রাম আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন মমতা (Mamata Banejee) সূত্রের খবর। নন্দীগ্রামে মমতার বিপরীতে প্রার্থী হতে পারেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপি সূত্রে খবর। নন্দীগ্রামে তৃণমূলের ফল ভাল হবে না। নন্দীগ্রামে দাঁড়াবেন শুভেন্দুই। দাবি, তৃণমূল সাংসদ শিশির অধিকারীর (Sisir Adhikari)। ভবানীপুরে তৃণমূলের প্রার্থী হতে পারেন শোভনদেব। নোয়াপাড়ায় অদিতি। বেহালা পূর্বে রত্না, পানিহাটিতে মদন, রাসবিহারীতে দেবাশিস কুমার, বালিতে দেবাংশু ভট্টাচার্য। প্রথম দুদফার জন্য আজ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা। তালিকা চূড়ান্তে দিল্লিতে দিল্লিতে সিট প্রকাশের পর নাড্ডার বাড়িতে অমিত শাহের (Amit Shah) নেতৃত্বে বাংলার নেতাদের নিয়ে বৈঠক।




















