Parliament: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, সোমবার পর্যন্ত মুলতুবি রাজ্যসভা| Bangla News
লখিমপুর খেরি কাণ্ডের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও উত্তাল সংসদ। কংগ্রেস (Congress) সাংসদরা লোকসভার ওয়েলে নেমে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হন। এনিয়ে আলোচনা চেয়ে কংগ্রেস সাংসদ ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) মুলতুবি প্রস্তাবও আনেন। রাজ্যসভাতেও লখিমপুর খেরির ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ইস্তফা চেয়ে সরব হন কংগ্রেস সহ বিরোধী সাংসদরা। রাজ্যসভার অধিবেশন সোমবার পর্যন্ত মুলতুবি করে দেন চেয়ারম্যান। তিনি জানান, রাজ্যসভার সিনিয়র কয়েকজন সাংসদ ও বিরোধী দলনেতার সঙ্গে তিনি আলোচনা করেছেন। সকলের কাছেই তাঁর অনুরোধ, অধিবেশন যাতে ঠিকমতো চলে সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এনিয়ে সাংসদরা যাতে নিজেদের মধ্যে আলোচনা করতে পারেন, তার জন্য তিনি সোমবার পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করেছেন বলে জানান রাজ্যসভার চেয়ারম্যান।