Pegasus Spyware Controversy: 'ওয়াটারগেটের মতো কেলেঙ্কারি বেরোলে বিজেপিরই ক্ষতি', আড়িপাতা বিতর্কে ট্যুইট সুব্রহ্মণ্যম স্বামীর
ফোনে আড়িপাতা বিতর্কে ফের বিস্ফোরক সুব্রহ্মণ্যম স্বামী। বিজেপি (BJP) সাংসদের ট্যুইট, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলুন, মোদি সরকারের সঙ্গে ফোনে আড়িপাতায় যুক্ত ইজরায়েলি সংস্থার কোনও সম্পর্ক নেই বা ছিল না। সেটাই যুক্তিযুক্ত হবে। না হলে ওয়াটারগেট কেলেঙ্কারির মতো সত্য প্রকাশ হবে, আর তাতে বিজেপিরই ক্ষতি হবে।"
ইজরায়েলি (Israel) সংস্থাকে দিয়ে ফোন হ্যাক। বিশ্বজুড়ে ৫০ হাজারের বেশি ফোন ট্যাপ। আড়ি পাতা হয়েছে ১৮০ জন সাংবাদিকের ফোনে। দিনভর জল্পনার পর রাতে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর রিপোর্ট। প্রকাশিত চাঞ্চল্যকর রিপোর্টে ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান লিখেছে পেগাসাস স্পাইওয়্যার (Pegasus Spyware) দিয়ে টার্গেট করা হয়েছে রাজনীতিক, সমাজকর্মী, আইনজীবী ও সাংবাদিকদের। ইজরায়েলি সংস্থাকে দিয়ে বিশ্বে ট্যাপ করা হয়েছে ৫০ হাজারের বেশি ফোন। আড়িপাতা হয়েছে ১৮০ জন সাংবাদিকের ফোনে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারকে পেগাসাস স্পাইওয়্যার বিক্রি করেছে ইজরায়েলি সংস্থা এনএসও (NSO) গ্রুপ। এনএসও গ্রুপের দাবি, মূলত জঙ্গি, অপরাধীদের উপর নজরদারিতে ব্যবহৃত হয় পেগাসাস স্পাইওয়্যার।