Indin Railway: বন্ধ শিয়ালদার ১-৫ নং প্ল্যাটফর্ম, চূড়ান্ত দুর্ভোগ যাত্রীদের। ABP Ananda Live
ABP Ananda Live: ১২ বগির ট্রেন চালানোর পরিকাঠামো তৈরির জন্য রবিবার দুপুর পর্যন্ত বন্ধ শিয়ালদা (Sealdah) স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। এমন পরিস্থিতি থাকবে ৬২ ঘণ্টা। চাপ বাড়ল কলকাতা (Kolkata News) ও দমদম স্টেশনের ওপর। চারটি দূরপাল্লার ট্রেন শিয়ালদার পরিবর্তে ছাড়বে কলকাতা স্টেশন থেকে। দমদম থেকে অতিরিক্ত বাস পরিষেবা দিতে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে পূর্ব রেল। রবিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম। পূর্ব রেল সূত্রে খবর, জুলাই মাস থেকে শিয়ালদার প্রতিটি প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ১২ কামরার ট্রেন। তার জন্য প্ল্যাটফর্মগুলিকে উপযোগী করে তোলা হবে। শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে। রেল সূত্রে খবর এর ফলে বেশ কিছু লোকাল ট্রেন দমদম স্টেশন পর্যন্ত যাতায়াত করবে। চারটি দূরপাল্লার ট্রেন শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস ও আসানসোল এক্সপ্রেস শিয়ালদা পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে। স্টেশন বদলে গেলেও প্রতিটি ট্রেনের ছাড়ার সময় একই থাকছে। রেল সূত্রে খবর, শিয়ালদা স্টেশনের বাকি ১৬টি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। ABP Ananda Live