করোনা: বিশ্বে আক্রান্তের সংখ্যা পেরোল ৮৯ লক্ষ, মৃত সাড়ে চার লক্ষেরও বেশি
নোভেল করোনা ভাইরাসে মৃত্যু মিছিল অব্যাহত। গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৫৪৮ জনের। আক্রান্তের সংখ্যা ৮৯ লক্ষ ১৮ হাজার ১০১। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৪ লক্ষ ৮ হাজার ১১০।
বিশ্বে সংক্রমিত ও মৃত্যুর নিরিখে শীর্ষে আমেরিকা। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৯৫৯ জনের। আক্রান্ত ২২ লক্ষ ৭৮ হাজার ৩৭৩। দ্বিতীয় স্থানে ব্রাজিল। মোট মৃত্যু ৫০ হাজার ৫৯১। আক্রান্ত ১০ লক্ষ ৮৩ হাজার ৩৪১। ব্রিটেনে মৃত ৪২ হাজার ৭১৭। সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৫ হাজার ৮০৩ জন।
ইউরোপে ধীরে ধীরে কমছে করোনায় মৃতের সংখ্যা। ইতালিতে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৬৩৪ জনের। মোট আক্রান্ত ২ লক্ষ ৩৮ হাজার ৪৯৯। ফ্রান্সে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৬৪৩ জনের। আক্রান্ত ১ লক্ষ ৯৭ হাজার ৮। স্পেনে মৃত ২৮ হাজার ৩২৩। সংক্রমিত ২ লক্ষ ৪৬ হাজার ২৭২ জন। মেক্সিকোয় মৃত্যু হয়েছে ২০ হাজার ৭৮১ জনের। আক্রান্ত ১ লক্ষ ৭৫ হাজার ২০২। রাশিয়ায় আক্রান্ত ৫ লক্ষ ৮৩ হাজার ৮৭৯ জন। মৃত ৮ হাজার ১০১।