এক্সপ্লোর
বিস্ফোরণে কেঁপে উঠল লেবাননের বেইরুট, বেশ কয়েকজন আহত
বিস্ফোরণে কেঁপে উঠল লেবাননের বেইরুট। বেইরুট বন্দরের কাছে বিস্ফোরণ, বেশ কয়েকজন আহত বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণের তীব্রতায় তছনছ বন্দরের আশপাশের এলাকা। বন্দরের যে এলাকায় আতসবাজি মজুত করে রাখা হত, সেখানেই বিস্ফোরণ বলে জানা গেছে।
আরও দেখুন

















