এক্সপ্লোর
করোনা: জুলাইয়ের শেষে মোডার্মা ভ্যাকসিনের চূড়ান্ত পর্বের পরীক্ষামূলক প্রয়োগ, জানাল আমেরিকা
বিশ্বজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে প্রতিষেধক টিকা নিয়ে চলছে বিস্তর গবেষণা। এরই মধ্যে কিছুটা আশার কথা শুনিয়েছে আমেরিকা। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ২৭ জুলাই থেকে শুরু হবে মোডার্মা কোভিড-19 ভ্যাকসিনের চূড়ান্ত পর্বের পরীক্ষামূলক প্রয়োগ। বিজ্ঞানীরা জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসে ৪৫ জনের শরীরে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এখনও পর্যন্ত আশানুরূপ ফল মিলেছে বলে বিজ্ঞানীদের দাবি। জুলাইয়ের শেষে শুরু হবে চূড়ান্ত পর্বের পরীক্ষামূলক প্রয়োগ। পরীক্ষা সফল হলে দ্রুত বাজারে চলে আসতে পারে করোনা ভাইরাসের ভ্যাকসিন।
আরও দেখুন

















