Jammu Kashmir News: ফের জঙ্গি হামলায় প্রাণ গেল সেনার, গুলির লড়াইয়ে ১ ক্যাপ্টেন-সহ ৫ সেনার মৃত্যু
ফের জঙ্গি হামলায় প্রাণ গেল সেনার। জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই। গুলির লড়াইয়ে ১ ক্যাপ্টেন-সহ ৫ সেনার মৃত্যু। নিহত ক্যাপ্টেন ব্রিজেশ থাপার বাড়ি দার্জিলিঙে। ডোডার দেসা জঙ্গলে হামলাকারী জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। ডোডায় জঙ্গি হামলার দায় নিল কাশ্মীর টাইগার্স। জঙ্গিদের কভার করতে গুলি চলছে সীমান্তের ওপার থেকে, দাবি ভারতীয় সেনার। গত রবিবার কেরন সেক্টরে সেনার গুলিতে নিহত হয়েছিল ৩ জঙ্গি।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ডোডা টাইন থেকে ৫৫ কিলোমিটার দূরে জঙ্গল অধ্যুষিত এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সোমবার সন্ধ্যেয় গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। পিছু হঠবার পথ না পেয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা আক্রমণ চালায় সেনাবাহিনী।
![Asansol News: দিল্লির ঘটনার পরেও নড়েনি টনক, আসানসোলে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/1bf554f6839310e1932d977cce8c35bb1739717829727967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)