(Source: Poll of Polls)
Kanchenjunga Accident: ফিরল করমণ্ডলের স্মৃতি, বারবার কীভাবে এক লাইনে চলে আসছে দুটো ট্রেন?উঠছে প্রশ্ন
ABP Ananda LIVE: উত্তরবঙ্গে দুর্ঘটনাস্থলের(north bengal train accident) ছবি অনেকটাই মিলে যাচ্ছে গত বছর করমণ্ডল এক্সপ্রেস (coromondal express accident)দুর্ঘটনার কবলে পড়ার পরের মুহূর্তের সঙ্গে। এক্ষেত্রে কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়ি।আর, গত বছর বালেশ্বর থেকে কুড়ি কিলোমিটার দূরের বাহানগা বাজার স্টেশনের কাছে,বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্য়ুত হয়ে গিয়েছিল। প্রচণ্ড গতিতে এসে সেই লাইনচ্যুত হয়ে যাওয়া ট্রেনেই ধাক্কা মেরেছিল শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস! প্রশ্ন উঠছে, বারবার কীভাবে এক লাইনে চলে আসছে দুটো ট্রেন? কেন অতীত রেল কোনও শিক্ষা নিচ্ছে না?
কাঞ্চনজঙ্ঘার জন্য সকাল ৮টা ২০-তে মেমো ইস্যু করা হয়েছিল।নিয়ম মেনে ১৫ মিনিট পর ৮টা ৩৫-এ মেমো দেওয়া হয় মালগাড়ির চালককে। প্রশ্ন উঠছে, নিয়ম মেনে সমস্ত কিছু হলে, সিগনাল উপেক্ষা করার বিষয়টি ঘটল কী করে? দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে রেল। উত্তর-পূর্ব রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনককুমার গর্গের তত্ত্বাবধানে কাল থেকে এই তদন্ত প্রক্রিয়া শুরু হবে। কারও কাছে দুর্ঘটনা সম্পর্কিত কোনও তথ্য থাকলে তাঁরা তা তদন্ত কমিশনের কাছে জানাতে পারবেন। নিউ জলপাইগুড়ি স্টেশনের ADRM-এর অফিসে এই কমিশন বসবে। এ ছাড়াও সুরক্ষা কমিশনারকে চিঠি পাঠিয়েও দুর্ঘটনা সংক্রান্ত তথ্য দেওয়া যেতে পারে। 'মৃত পাইলটের কাঁধে বন্দুক রেখে রেল এখান থেকে বেরিয়ে আসতে চাইছে' রেল দুর্ঘটনায় মোদি সরকারকে নিশানা উদয়ন গুহর।