TrainAccident:একের পর এক রেল দুর্ঘটনা,মানুষের মৃত্য়ু,রেলমন্ত্রীর পদত্য়াগের দাবিতে সরব হয়েছে বিরোধীরা
ABP Anana LIVE: একের পর এক রেল দুর্ঘটনা(Train Accident), মানুষের মৃত্য়ু। প্রতিবারের মতো এবারও, রেলমন্ত্রীর পদত্য়াগের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। যদিও বিজেপির দাবি, আগের সরকারের তুলনায়, এখন রেল দুর্ঘটনা এবং দুর্ঘটনার জেরে মৃত্য়ুর সংখ্য়া অনেকটাই কমেছে।
কাঞ্চনজঙ্ঘার জন্য সকাল ৮টা ২০-তে মেমো ইস্যু করা হয়েছিল।নিয়ম মেনে ১৫ মিনিট পর ৮টা ৩৫-এ মেমো দেওয়া হয় মালগাড়ির চালককে। প্রশ্ন উঠছে, নিয়ম মেনে সমস্ত কিছু হলে, সিগনাল উপেক্ষা করার বিষয়টি ঘটল কী করে? দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে রেল। উত্তর-পূর্ব রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনককুমার গর্গের তত্ত্বাবধানে কাল থেকে এই তদন্ত প্রক্রিয়া শুরু হবে। কারও কাছে দুর্ঘটনা সম্পর্কিত কোনও তথ্য থাকলে তাঁরা তা তদন্ত কমিশনের কাছে জানাতে পারবেন। নিউ জলপাইগুড়ি স্টেশনের ADRM-এর অফিসে এই কমিশন বসবে। এ ছাড়াও সুরক্ষা কমিশনারকে চিঠি পাঠিয়েও দুর্ঘটনা সংক্রান্ত তথ্য দেওয়া যেতে পারে। 'মৃত পাইলটের কাঁধে বন্দুক রেখে রেল এখান থেকে বেরিয়ে আসতে চাইছে' রেল দুর্ঘটনায় মোদি সরকারকে নিশানা উদয়ন গুহর।