Kanchenjunga Express: ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে যাওয়ার নির্দেশ মানেননি মালগাড়ির চালক,জানাল রেল
ABP Ananda LIVE: এবিপি আনন্দর(ABP Ananda ) হাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে(Kanchenjunga Express Train Accident)দেওয়া হল রেলের মেমো(Rail Memo)। দেখা যাচ্ছে মালগাড়ির চালককে ১৫ মিনিট আগেই দেওয়া হয়েছিল মেমো। তারমানে মালগাড়ির ১৫ মিনিট আগে চলছিল কাঞ্চজঙ্ঘা এক্সপ্রেস। শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ট্রেন দুর্ঘটনায় (Kanchenjunga Express Train Accident)দায় কার? প্রশ্ন উঠছে, স্বয়মক্রিয় সিগন্যাল অকেজো থাকা পাশাপাশি, রেলওয়ে ট্র্যাকিং সিস্টেমও কি কাজ করছিল না? এই সিস্টেমের মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি চালান রেল কর্মীরা। কোন ট্রেন কোন ট্রাকে রয়েছে, দুটি ট্রেনের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় থাকছে কি না, রেল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে তা দেখা হয়। প্রশ্ন উঠছে, রানিপাত্র ও চটের হাট স্টেশনের মাঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে দাঁড়িয়ে পড়েছ, তা কি ধরে পড়েনি রেলওয়ে ট্র্যাকিং সিস্টেমে ?