Karnataka news:কংগ্রেস শাসিত কর্ণাটকের মন্ত্রিসভার ব্যালট ফেরানোর প্রস্তাব
ABP Ananda LIVE: EVM-এর স্বচ্ছতা নিয়ে বিরোধীদের প্রশ্নের মধ্যেই কংগ্রেস শাসিত কর্ণাটকে মন্ত্রিসভার সিদ্ধান্ত। ব্যালট পেপারে পঞ্চায়েত-পুরসভার ভোট করাতে রাজ্য নির্বাচন কমিশনে প্রস্তাব
আরও খবর...
আজ থেকে আরও ২টি রুটে শুরু হতে চলেছে এসি লোকাল
আজ থেকে আরও ২টি রুটে শুরু হতে চলেছে এসি লোকাল। এবার শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত পৌঁছনো যাবে এসি লোকালে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্তও মিলবে এসি লোকালের পরিষেবা। রেলের তরফে জানানো হয়েছে, সকাল ৯টা ৪৮ মিনিটে শিয়ালদা থেকে এসি লোকালটি ছাড়বে। কৃষ্ণনগরে পৌঁছবে বেলা ১২টা ০৭ মিনিটে । অন্য়দিকে, দুপুর দেড়টায় কৃষ্ণনগর থেকে এসি লোকালটি ছেড়ে দুপুর ৩টে ৪০ মিনিটে এসে পৌঁছবে শিয়ালদায়।
উত্তর পঞ্চান্নগ্রামে বেপরোয়া ডাম্পার
উত্তর পঞ্চান্নগ্রামে বেপরোয়া ডাম্পা।ইএম বাইপাসের উপর বেপরোয়া ডাম্পারের ধাক্কা অ্যাপ বাইকে। ডাম্পারের ধাক্কায় অ্যাপ বাইক থেকে পড়ে গেলেন আরোহী। গুরুতর আহত ওই বাইক যাত্রী , ভর্তি করা হল SSKM-এ।


















