Kashmir News: পহেলগাঁওকাণ্ডে এবার সরব ইরানের রাষ্ট্রপতি। ABP Ananda Live
ABP Ananda LIVE : পহেলগাঁওকাণ্ডে এবার সরব ইরানের রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথা ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের। 'এই ধরণের জঙ্গি হামলার কোনও যৌক্তিকতা নেই'। হেলগাঁওয়ের বদলা চায় দেশ। অ্যাকশনে সেনা। বিস্ফোরণে উড়ছে একের পর এক জঙ্গির বাড়ি। উপত্যকায় ২দিনে ধূলিসাৎ ৯ জঙ্গির বাড়ি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, পাল্টা প্রত্যাঘাত ভারতের উপত্যকায় একের পর এক জঙ্গির বাড়িতে বিস্ফোরণ । দক্ষিণ কাশ্মীরের কুপওয়াড়ায় গুঁড়িয়ে দেওয়া হল লস্কর-ই-তৈবার জঙ্গির বাড়ি । কুপওয়ারায় বিস্ফোরণে উড়ল জঙ্গি ফারুক আহমেদ তিদওয়ার বাড়ি । এ নিয়ে লস্করের ৬ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। পহেলগাঁওয়ের বদলা চায় দেশ। অ্যাকশনে সেনা। ২দিনে ধূলিসাৎ ৬ জঙ্গির বাড়ি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, পাল্টা প্রত্যাঘাত ভারতের। উপত্যকায় একের পর এক জঙ্গির বাড়িতে বিস্ফোরণ । দক্ষিণ কাশ্মীরের কুপওয়াড়ায় গুঁড়িয়ে দেওয়া হল লস্কর-ই-তৈবার জঙ্গির বাড়ি । কুপওয়ারায় বিস্ফোরণে উড়ল জঙ্গি ফারুক আহমেদ তিদওয়ার বাড়ি । এ নিয়ে লস্করের ৬ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা।


















