Pahalgam News:পর্যটকে ঠাসা জায়গাকে এতটা অসুরক্ষিত অবস্থায় ফেলে রাখা হল কেন? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে
ABP Ananda Live: মিনি সুইজারল্য়ান্ড বলে পরিচিত। সৌন্দর্যের টানেই কাশ্মীরের পহেলগাঁও আসেন দেশ-বিদেশের হাজার-হাজার পর্যটক। সেখানেই দিনেদুপুরে জঙ্গিরা এল, হিন্দুদের বেছে বেছে আলাদা করল, গুলি চালিয়ে খুন করল, তারপর পালিয়েও গেল। স্বজনহারা মানুষগুলোই বলছেন, সেখানে সেনা বা পুলিশ কেউ ছিল না। কিন্তু, কেন? এরকম পর্যটকে ঠাসা জায়গাকে এতটা অসুরক্ষিত অবস্থায় ফেলে রাখা হল কেন? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সূত্রের দাবি, এই হামলার আগে জঙ্গিরা এলাকায় রেকি করেছিল। গোয়েন্দা এজেন্সিগুলো সেই তথ্য় জানতে পারল না কেন, সেই প্রশ্নও তুলছেন অনেকে।
পহেলগাঁওয়ের ঘটনায় জঙ্গিদের সমর্থন করে মন্তব্য ! অসমে গ্রেফতার AIUDF বিধায়ক আমিনুল
পহেলগাঁওয়ে জঙ্গি হানা। প্রতিশোধের আগুন ফুঁসছে গোটা দেশ। এরইমধ্যে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গ্রেফতার অসমের বিধায়ক। অসম পুলিশ জানিয়েছে, AIUDF বিধায়ক আমিনুল ইসলামের মন্তব্যের জেরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অসমের পুলিশ অফিসার স্বপ্নীল দেকা বলেন, "সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে শোনা যায়, পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে ভুল মন্তব্য করছেন তিনি। জঙ্গিদের কার্যকলাপকে সমর্থন করেন তিনি। এই ভিডিও-র প্রেক্ষিতে মামলা দায়ের করেছি এবং তাঁকে গ্রেফতার করেছি। আগামীকাল তাঁকে আদালতে পেশ করা হবে।''

















