Aliah University Update: "আট মাস আগের", আলিয়াকাণ্ডে প্রকাশ্যে আসা অডিও ক্লিপ নিয়ে মন্তব্য জিম নওয়াজের।Bangla News
"এটা আট মাস আগের। সম্পূর্ণ অডিও রেকর্ড তো আমার কাছে নেই। ছোট ছোট করে কেটে আউট অফ কনটেক্সট ওগুলোকে ঝাড়াই বাছাই করে নেওয়া হয়েছে। ২০২১-এর ২৯ জুলাইয়ের অডিওকে টেনে আজকের ঘটনার সঙ্গে মেলানো হচ্ছে।" আলিয়াকাণ্ডে প্রকাশ্যে আসা অডিও ক্লিপ নিয়ে মন্তব্য তৃণমূল ঘনিষ্ঠ জিম নওয়াজের।
প্রসঙ্গত, আলিয়া বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত ছাত্রনেতার তাণ্ডবের ঘটনায় আজ একটি অডিও ক্লিপ সামনে আনল পড়ুয়ারা। তাঁদের দাবি, ওই অডিও টেপে যে দু’জনের কথোপকথন শোনা গেছে, তাঁদের একজন বর্তমান ও একজন প্রাক্তন ছাত্র। যদিও ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। পড়ুয়াদের দাবি, দু’জনের কথোপকথনে স্পষ্ট, উপাচার্যকে অপদস্থ করে কীভাবে বিতাড়ণ করা যায়, সেই পরিকল্পনাই করা হচ্ছিল। পড়ুয়াদের অভিযোগ, অডিও ক্লিপে জিম নওয়াজ নামে যে ব্যক্তির কণ্ঠস্বর শোনা গেছে, তিনি কতটা ক্ষমতা ধরেন ও তিনি শাসক দলের কতটা ঘনিষ্ঠ, সে বিষয়টি ফুটে উঠেছে।
![WB Assembly News: বাংলায় সরস্বতী পুজো প্রসঙ্গে বিজপিকে তোপ মুখ্যমন্ত্রীর | ABP Ananda live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/b4edcb160f5f641cad6a2aa1488e65321739892981823968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Mamata Banerjee: বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি, স্পিকারকে বলব আমাকে প্রমাণ দিতে হবে:মমতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/4037a7e22e9cd35e3e647b7764c141481739892432311968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Patna News: পাটনার কাঁকরবাগ এলাকায় চলল গুলি । চার দুষ্কৃতী এক বাড়ির বাইরে গুলি চালায় বলে অভিযোগ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/6a0b617024daa63fdd3d17cf4f7417551739891609738968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : আনসারুল্লা বাংলার জঙ্গি নেতা হরিহরপাড়ায়, জানতে পারল না পুলিশ: শুভেন্দু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/bff5cd4f1046aeceb7bf1d33c9e380211739891210626968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: বড়তলা থানা এলাকায় ফুটপাথবাসী ৭ মাসের শিশুকে নির্যাতনের চেষ্টা, ফাঁসির সাজা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/f7953449dcc361254e6e1659b07aeb6b1739890905835968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)