Blue Light Car Police Raid: দেবাঞ্জন কাণ্ডের জের! 'নকল' নীল বাতি লাগানো গাড়ি ধরতে তৎপর পুলিশ
নীল বাতি লাগানো গাড়ি ধরতে তৎপর পুলিশ। দাঁড় করোনো হচ্ছে নীল বাতি লাগানো গাড়ি। দাঁড় করিয়ে জানতে চাওয়া হচ্ছে পরিচয়। অনেক ক্ষেত্রে খুলে দেওয়া হচ্ছে নীল বাতি। নীল বাতি লাগিয়ে অফিসার সেজে ঘুরে বেড়িয়ে গ্রেফতার হয়েছেন অনেকে। সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের তরফে একাধিক গাড়ি চেক করা হচ্ছে যেগুলিতে নীল বাতি লাগানো রয়েছে। সরেজমিনে চলছে জিজ্ঞাসাবাদ।
অন্যদিকে, নিউটাউনে (Newtown) আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা নিউটাউনের চণ্ডীবেড়িয়া সবুজপল্লি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, দুই দুষ্কৃতীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি, তোলাবাজি, মারধর-সহ নিউটাউন থানায় (Newtown Police Station) একাধিক অভিযোগ রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল চণ্ডীবেড়িয়া এলাকায় জানা দেয় নিউটাউন থানার পুলিশ। হাতেনাতে গ্রেফতার করে দুই দুষ্কৃতীকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার ও এক রাউন্ড গুলি।
শেষ হল এবছরের কান চলচিত্র উৎসব (Cannes Film Festival)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটল এই উৎসবের। ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনাও-র ছবি তিতান এবার জিতে নিয়েছে পাল্ম্ দ'র পুরস্কার।
![WB Assembly News: বাংলায় সরস্বতী পুজো প্রসঙ্গে বিজপিকে তোপ মুখ্যমন্ত্রীর | ABP Ananda live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/b4edcb160f5f641cad6a2aa1488e65321739892981823968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Mamata Banerjee: বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি, স্পিকারকে বলব আমাকে প্রমাণ দিতে হবে:মমতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/4037a7e22e9cd35e3e647b7764c141481739892432311968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Patna News: পাটনার কাঁকরবাগ এলাকায় চলল গুলি । চার দুষ্কৃতী এক বাড়ির বাইরে গুলি চালায় বলে অভিযোগ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/6a0b617024daa63fdd3d17cf4f7417551739891609738968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : আনসারুল্লা বাংলার জঙ্গি নেতা হরিহরপাড়ায়, জানতে পারল না পুলিশ: শুভেন্দু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/bff5cd4f1046aeceb7bf1d33c9e380211739891210626968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: বড়তলা থানা এলাকায় ফুটপাথবাসী ৭ মাসের শিশুকে নির্যাতনের চেষ্টা, ফাঁসির সাজা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/f7953449dcc361254e6e1659b07aeb6b1739890905835968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)