Calcutta High Court: স্কুলে গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতি মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার, এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ | Bangla News
স্কুলে গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে, CBI-কে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে যায় তারা। মামলা দায়েরের অনুমতি ও বুধবার শুনানির আর্জি জানায় তারা। যে আবেদনের প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে মামলা দায়েরের প্রক্রিয়া শেষ হলে, তা জানাতে বলা হয়। বুধবার ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, সিবিআই সূত্রে খবর, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির অনুসন্ধানে এদিন টিম গঠন করা না হলেও, তার প্রক্রিয়া শুরু হয়েছে। সিবিআইয়ের দিল্লির সদর দফতর থেকে মামলার বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। কলকাতার কোন অফিসারদের অনুসন্ধানের দায়িত্ব দেওয়া যায়, তাও দিল্লি থেকে জানতে চাওয়া হয়েছে।
সিবিআই সূত্রে খবর, বুধবার তাদের একটি টিম হাইকোর্টে যাবে। সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো বুধবার দুপুর তিনটের মধ্যে মামলাকারীদের কাছ থেকে সমস্ত নথি নেওয়ার কাজ শুরু হবে।