(Source: ECI/ABP News/ABP Majha)
Fake IAS Investigation: নীলবাতি লাগানো গাড়ি চেপে জিমে যেতেন দেবাঞ্জন, রেখেছিল পার্সোনাল ট্রেনারও
ভ্যাকসিন-প্রতারণাকাণ্ডে ( Fake Vaccine ) চাঞ্চল্যকর তথ্য। ভুয়ো IAS পরিচয়ে ২০২০ থেকে কসবার রাজডাঙার একটি মাল্টিজিমে যেতেন দেবাঞ্জন দেব (Debanjan Deb)। জিম কর্তৃপক্ষের দাবি, ৫ হাজার টাকা দিয়ে ব্যক্তিগত ট্রেনার রেখেছিলেন তিনি। অভিযোগ, জিমের সামনে নীলবাতি লাগানো গাড়ি চেপে সশস্ত্র দেহরক্ষী নিয়ে জিমে ঢুকতেন দেবাঞ্জন। এ নিয়ে একাধিকবার আপত্তি জানান জিমের অন্য সদস্যরা। দেবাঞ্জন IAS পরিচয় দিয়ে সবাইকে চুপ করিয়ে রাখতেন বলে অভিযোগ।
এদিকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তত্পর কলকাতা পুরসভা। এদিন কসবা এলাকায় ১০৭ নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভার তরফে ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তার আগে অটোয় চড়ে চলছে মাইকে প্রচার। দেবাঞ্জনের ভুয়ো ক্যাম্পে যাঁরা ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের পুরসভার স্বাস্থ্য শিবিরে এসে পরীক্ষা করানোর আবেদন জানানো হচ্ছে পুরসভার তরফে।
ভ্যাকসিন প্রতারণাকাণ্ডে এবার দেবাঞ্জন দেবের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজুর আবেদন জানানো হবে আদালতে। ভারতীয় দণ্ডবিধি ৩০৭ ধারায় মামলা রুজুর আবেদন জানাতে পারেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা। করোনার টিকা দেওয়ার নাম করে যে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছে, তদন্তে জানা গিয়েছে তা আসলে করোনার টিকা নয়। দেবাঞ্জন দেব জেনেবুঝে মানুষকে বিপদের মধ্যে ফেলেছেন, দাবি তদন্তকারীদের। এর ফলে মানুষের শারীরিক সমস্যা দেখা যেতে পারে। এই কারণেই দেবাঞ্জন দেবের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। আজই আলিপুর আদালতে দেবাঞ্জনের বিরুদ্ধে ৩০৭ ধারায় মামলা রুজু করার আবেদন জানানো হতে পারে।