Fake Vaccination Camp: কসবাকাণ্ডের তদন্তে পুরসভার চিকিৎসকরা, ভ্যাকসিন-গ্রহীতাদের খোঁজ নিচ্ছেন তাঁরা
কসবা (Kasba) ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প (Fake Vaccination Camp) কাণ্ডে নতুন তথ্য উঠে এল তদন্তকারীদের হাতে। আজ সকালে ওই ভ্যাকসিনেশন ক্যাম্পে তদন্ত করতে পৌঁছয় কলকাতা পুরসভার একটি দল। এই দলে রয়েছেন কয়েকজন চিকিৎসক। জানা গেছে, কসবা এলাকার ব্যবসায়ীরাই মূলত এই সেন্টার থেকে ভ্যাকসিন নেন। যারা ভ্যাকসিন নিয়েছেন তাঁদের তালিকা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের শারীরিক পরিস্থিতির কথা জানা হচ্ছে। ভ্যাকসিন নেওয়ার পর কোন সমস্যা হচ্ছে কিনা তাও খোঁজ নিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি, জানা গেছে ধৃত দেবাঞ্জন দেব এলাকায় প্রভাবশালী বলে পরিচিত ছিলেন। সরকারি স্টিকার লাগানো গাড়িতে ঘুরতেন। সশস্ত্র দেহরক্ষী থাকত তাঁর সঙ্গে।
প্রসঙ্গত, কসবা থানার অদূরে ১০ থেকে ১২ দিন চলল এই ক্যাম্প। কোভিশিল্ড বলে ভুয়ো ক্যাম্পে যা দেওয়া হয়েছে তাও কী ভুয়ো? নমুনা পাঠানো হচ্ছে ল্যাবে। পুরসভার যুগ্ম কমিশনার পরিচয় দিয়ে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প করে ধৃত দেবাঞ্জন দেব। কসবার এই ক্যাম্পে গিয়েই টিকা নেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। পুলিশ সূত্রে খবর, শুধু কসবা নয় আরও অন্য জায়গায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প করেছিল দেবাঞ্জন দেব (Debanjan Deb)।