Fake vaccination Camp: দেবাঞ্জন দেবের সংস্থার ৩ কর্মীকে গ্রেফতার করল পুলিশ
ভ্যাকসিন-প্রতারণাকাণ্ডে (Covid Vaccine Camp) মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের (Debanjan Deb) গ্রেফতারির পর তার সংস্থার ৩ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, ধৃত সুশান্ত দাস ও রবীন শিকদার কলকাতা পুরসভার ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সই করতেন। আরেক ধৃত শান্তনু মান্না দেবাঞ্জনের সংস্থার কর্মী হিসেবে বিভিন্ন ক্যাম্প আয়োজন করতেন। এদের জেরা করে চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। দেবাঞ্জনের দেবের অফিসের মধ্যে হওয়া কাজকর্মের উপর সন্দেহ ছিল তদন্তকারীদের। সেই হিসাবেই দেবাঞ্জনের পাশাপাশি তার অফিসের কর্মচারীদের জেরা করতে শুরু করে পুলিশ। জানা গেছে প্রচুর টাকা মাইনে দেওয়া হত কর্মচারীদের। ওই কর্মচারীরাই ভ্যাকসিনের ভায়ালে নকল লেবেলিং করত। ধৃত রবীন শিকদার বারাসাতের বাসিন্দা। অন্যদিকে শান্তনু মান্না তালতলার বাসিন্দা। তিনি ছিলেন দেবাঞ্জনের প্রধান কর্মচারী ও সঙ্গী। বিভিন্ন জায়গায় ভ্যাকসিন ক্যাম্পের আয়োজনের দায়িত্ব ছিল এই শান্তনুর উপর।