Fake Vaccine Update: ভ্যাকসিনের বদলে ভায়ালে স্টেরয়েড, অ্যামিক অ্যাসিড; দেবাঞ্জনকাণ্ডে আশঙ্কায় বিশেষজ্ঞরা
গতকাল হাইকোর্টে ভুয়ো ভ্যাকসিনকাণ্ড নিয়ে রিপোর্ট পেশ করে রাজ্য সরকার। রিপোর্টে বলা হয় দেবাঞ্জন দেবের কাছ থেকে উদ্ধার হওয়া ভ্যাকসিন ভায়ালগুলিতে কোভিশিল্ডের নামে রয়েছে অ্যামিক অ্যাসিড। অন্যদিকে স্পুটনিক ভি-এর জায়গায় মিলেছে স্টেরয়েড ইনজেকশন। মানব শরীরে এই সব ওষুধের মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। দেবাঞ্জন দেবের (Debanjan Deb) বাড়ি থেকে পুলিশ আধিকারিকরা প্রচুর ভায়াল উদ্ধার করেন। পাশাপাশি উদ্ধার করা হয় প্রচুর স্টিকারও। তদন্তকারীরা মনে করছেন, এগুলো সবই জাল ভ্যাকসিন। তবুও পরীক্ষার প্রয়োজন রয়েছে। তাই পুলিশের তরফে সেগুলি স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। ইতিমধ্যেই সেখানে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এগুলি মানবশরীরে গেলে কোনও বিষক্রিয়ার সম্ভাবনা রয়েছে কি না, তা জানতে এবার এই ভায়ালগুলি পাঠানো হল নাইসেডে (NICED)। ভ্যাকসিনের বিষয় যেহেতু নাইসেড নোডাল এজেন্সি (Nodal Agency), তাই নাইসেডের ল্যাবরেটরিতে পরীক্ষা করানো হবে। নাইসেড পরীক্ষা করে দেখবে ভুয়ো ভ্যাকসিনে কী কী কম্পোজিশন ছিল।