(Source: ECI/ABP News/ABP Majha)
Barabazar Fire: বড়বাজারে ফের অগ্নিকাণ্ড, দমকলের ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন
রবিবার সন্ধ্যায় বড়বাজারে সদাসুখ কাটরায় একটি দোকানে আগুন লাগে। দোতলার একটি দোকানে আগুন লাগে। আজ সন্ধে ৭টা নাগাদ সদাসুখ কাটরা বাজারে স্থানীয় বাসিন্দারা ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। জানা যায় এই বাজারের দোতলায় লক্ষ্মী টেক্সটাইল নামে একটি কাপড়ের দোকানে আগুন লেগেছে। কিছু বন্ধ ছিল এই দোকানের শাটার। দমকল কর্মীরা সেই দোকানের শাটার কেটে ভিতরে ঢোকেন। গোটা দোকানটি শাড়ি ও কাপড়ে ঠাঁসা ছিল। দাউ দাউ করে আগুন জ্বলছিল সেই দোকানে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। গোটা বাজারে এই ধরনের দোকান ভর্তি, আর সেই দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ার ভয় পাচ্ছিলেন স্থানীয়রা। আশেপাশের সব দোকানেই প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল বলে জানা গিয়েছে। এর আগেই বড়বাজারে একাধিক অগ্নিকাণ্ড ভয়াবহ আকার নিয়েছিল। সেই আশঙ্কাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিলেন দমকল কর্মীরা। যদিও দমকল কর্মীদের তৎপরতার কারণেই আজ আগুন ছড়িয়ে যেতে পারেনি। দমকল কর্মীরা মনে করছেন সম্ভবত শর্ট সার্কিটের কারণেই এই দোকানে আগুন লেগেছিল। দমকল আধিকারিকের দাবি, এই বাজারে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না।