Fuel Price Hike: 'জানি বাস মালিকদের কষ্ট হচ্ছে, কিন্তু মানুষই বা দেবেন কী করে', বলছেন পরিবহণমন্ত্রী
জ্বালানির অগ্নিমূল্যের প্রতিবাদে আজ চেতলায় (Chetla) বিক্ষোভ দেখান তৃণমূল (TMC) নেতা-কর্মীরা। ছিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমও (Firhad Hakim)। তিনি বলেন, “সমঝোতা হয়েছে। আমরা পরিবহণ দফতর তাড়াতাড়ি ব্যবস্থা নেব। কেন্দ্র আমাদের দুদিক দিয়ে মারছে। প্রথমত ভর্তুকি কমিয়ে দিচ্ছে, দ্বিতীয়ত শুল্ক বেড়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এই শুল্ক কমিয়ে মানুষের কথা ভেবে পদক্ষেপ নেওয়া উচিত।“ পাশাপাশি বাস চালানো প্রসঙ্গে পরিবহণমন্ত্রী বলেন, “আমরা জানি বাস মালিকদের খুব কষ্ট হচ্ছে। কিন্তু মানুষই বা দেবেন কী করে।“ কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, “মোদি সরকার মেক ইন ইন্ডিয়া নয়, সেল ইন ইন্ডিয়া করতেই ব্যস্ত।“
এদিকে, আজ কলকাতায় পেট্রোলের (Petrol) দাম ১০১ টাকা পার। ডিজেলের (Diesel) দাম ৯৩ টাকা ছুঁইছুঁই। লিটার প্রতি ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ১ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। লিটার প্রতি ৩২ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৯৭ পয়সা।