Illegal Call Centre: তিলজলায় বেআইনি কল সেন্টার! হাতেনাতে পাকড়াও ১২
তিলজলা এলাকায় হদিশ মিলল বেআইনি কল সেন্টারের (Illegal Call Centre)। ১২ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা বিভাগ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল তিলজলার চৌবাগা রোডের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে হাতেনাতে পাকড়াও করে ১২ জনকে। উদ্ধার হয়েছে ল্যাপটপ, সিপিইউ, হার্ড ডিস্ক, ওয়াইফাই রাউটার-সহ আরও কিছু সরঞ্জাম ও নথি। প্রতারণা ছাড়াও তথ্যপ্রযুক্তি আইনে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
এদিকে, করোনা (Corona) অতিমারীর প্রভাব পড়েছে পরিবহনে। মার খাচ্ছে ব্যবসা। সমস্যায় পড়েছেন পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষ। এই পরিস্থিতিতে ফের তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (State Government)। আরও ৬ মাস রোড ট্যাক্স (Road Tax) মকুবের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra) অসুস্থ থাকায় বুধবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃতীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তিনি বলেন, কোভিডের কারণে পরিবহনক্ষেত্রে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। সেই কথা চিন্তা করে রাজ্য সরকার রোড ট্যাক্স ও অতিরিক্ত ট্যাক্স ৩০ জুন অবধি ছাড় দেওয়ার ব্যবস্থা করেছিল। তবে পরিস্থিতির বিশেষ পরিবর্তন না হওয়ায় এই ছাড় চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মকুব করার প্রস্তাব করা হচ্ছে।