Tanker Accident: দ্বিতীয় হুগলি সেতু থেকে নামার সময় দুর্ঘটনা, ফোর্ট উইলিয়মের পাঁচিলে এসে পড়ল তেলের ট্যাঙ্কার
দ্বিতীয় হুগলি সেতু থেকে নীচে পড়ল ট্যাঙ্কার। দ্বিতীয় হুগলি সেতু থেকে ফোর্ট উইলিয়ামের ক্যাম্পাসে পড়ল গাড়ি। গাড়ির চালক ও খালাসিকে উদ্ধার করলেন সেনা জওয়ানরা। ঘটনাস্থলে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী।
বৃহস্পতিবার ভোরে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে খিদিরপুরের দিকে যাওয়ার সময় ঠিক হেস্টিংস মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ভেঙে মাটিতে পড়ে যায় একটি তেলের ট্যাঙ্কার। ফোর্ট উইলিয়ামের পাঁচিলের উপরে পড়ে ট্যাঙ্কারটি। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচিলের কিছুটা অংশ। ঘটনায় ট্যাঙ্কারের চালক ও খালাসি দুই জনেই গুরুতর আহত হয়েছেন। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ আধিকারিকরা মনে করছেন এই ঘটনার জেরে আরও বড় বিপত্তি হতে পারত। ফোর্ট উইলিয়ামের পাঁচিল ভেঙে যাওয়ার কারণে সেখানে পাহারা দিচ্ছেন সেনাকর্মীরা। যদিও এই ঘটনায় কারও মৃত্যু হয়নি।
কসবায় ভুয়ো নথি দিয়ে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প। কসবা ছাড়াও উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটে সিটি কলেজেও ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করেছিল দেবাঞ্জন দেব। প্রসঙ্গত, পুরসভার যুগ্ম কমিশনার পরিচয় দিয়ে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প করে ধৃত দেবাঞ্জন দেব। কসবার এই ক্যাম্পে গিয়েই টিকা নেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী।