Kolkata News: এবার অভিনেত্রীকে কটূক্তি এবং মারধরের অভিযোগ উঠল দক্ষিণ কলকাতার সুলেখা মোড়ে
ABP Ananda LIVE: এবার অভিনেত্রীকে কটূক্তি এবং মারধরের অভিযোগ উঠল দক্ষিণ কলকাতার সুলেখা মোড়ে। অভিযোগকারিণীর দাবি, মারধর করা হয় তাঁর বন্ধুদেরও। এমনকী ঘটনাস্থলে পুলিশ এলে তাঁকে হুমকি দেন অভিযুক্তরা। পুলিশ সূত্রে দাবি, ২ পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যাদবপুর থানায়।
সভার প্রাক মুহূর্তে মন পরিবর্তন, আগামীকাল প্রধানমন্ত্রীর সভায় থাকছেন না দিলীপ ঘোষ
বুধবার রাজপথে নেমেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়!আর শুক্রবার দুর্গাপুরে সভা করবেন নরেন্দ্র মোদি। জমজমাট মেগা রাজনৈতিক সপ্তাহ! প্রধানমন্ত্রীর সভা ঘিরে বিজেপির নেতা-কর্মী-সমর্থকদের মধ্য়ে প্রবল উৎসাহ। কিন্তু সভার প্রাক মুহূর্তে মন পরিবর্তন করলেন দিলীপ ঘোষ। জানিয়ে দিলেন নরেন্দ্র মোদির সভায় তিনি উপস্থিত থাকছেন না। প্রধানমন্ত্রীর সভায় বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতিকে আমন্ত্রণ জানায়নি দলের রাজ্য় নেতৃত্ব। তবে জল্পনা চলছিল, কর্মীদের অনুরোধে দর্শকাসনে থাকতে পারেন তিনি। তবে শেষ মুহূর্তে দিলীপ ঘোষ জানালেন, প্রধানমন্ত্রীর সভায় তিনি থাকছেন না। কারণ দলীয় নেতৃত্বকে তিনি অস্বস্তিতে ফেলতে চাইছেন না।এর আগে নরেন্দ্র মোদির আলিপুরদুয়ারের সভাতেও আমন্ত্রিত ছিলেন না দিলীপ ঘোষ।সদ্য় নির্বাচিত রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্যের সম্বর্ধনা অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়নি।পরে অবশ্য় দলীয় অফিসে গিয়ে শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছিলেন দিলীপ ঘোষ। ফলে তাঁর মূল স্রোতে ফেরা নিয়ে জল্পনা চলছিল। কিন্তু শেষ অবধি নরেন্দ্র মোদির সভায় উপস্থিত থাকছেন না তিনি। শুক্রবার দুর্গাপুরে জোড়া সভা করবেন নরেন্দ্র মোদি।

















