Kasba Incident News: কসবাকাণ্ডের তদন্তে ৫ সদস্যের SIT গঠন কলকাতা পুলিশের
ABP Ananda LIVE: কসবায় আইন কলেজেই 'গণধর্ষণ', নির্যাতিতার গোপন জবানবন্দি। আলিপুর আদালতে কসবার অভিযোগকারিণীর বয়ান রেকর্ড। আইন কলেজেই গণধর্ষণের অভিযোগ, SIT গঠন করল পুলিশ। অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে কলকাতা পুলিশের SIT: সূত্র। কসবাকাণ্ডের তদন্তে ৫ সদস্যের SIT গঠন করল কলকাতা পুলিশ।
নির্যাতনের ভিডিও মিলল ধৃত একজনের মোবাইল থেকে, পুলিশ সূত্রে খবর
ল'কলেজে 'গণধর্ষণ', মিলল নির্যাতনের ভিডিও, পুলিশ সূত্রে খবর । ধৃত একজনের মোবাইলে মিলল নির্যাতনের ভিডিও, পুলিশ সূত্রে খবর । নির্যাতনের ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ কলেজ ছাত্রীর । ল'কলেজে 'গণধর্ষণ', সাড়ে ৭ ঘণ্টার CCTV ফুটেজ উদ্ধার । ঘটনার দিন দুপুর ৩.৩০ থেকে রাত ১০.৫০ পর্যন্ত CCTV ফুটেজ উদ্ধার । অভিযোগকারিণীর বক্তব্যের সঙ্গে ফুটেজ মিলিয়ে দেখছে পুলিশ।


















