(Source: ECI/ABP News/ABP Majha)
Nusrat Jahan Controversy: 'নুসরতকে ইন্ডাস্ট্রির সবচেয়ে বুদ্ধিমান মেয়ে বলে মনে হত', সাংসদের বিবাহ-বিতর্কে মন্তব্য রাজের
তৃণমূলের অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) বিবাহ-বিতর্ক নিয়ে পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) বলেন, “নুসরত খুবই বুদ্ধিমান মেয়ে। আমার ওঁকে ইন্ডাস্ট্রির সবচেয়ে বুদ্ধিমান মেয়ে বলে মনে হত। কিন্তু যখন ও ওই কথাগুলো বলেছে, প্রেজেন্স অফ মাইন্ড, হয়তো ভুল হয়ে গেছে। আমার বিশ্বাস, কোনটা কোথায় বলা উচিত, ও খুব ভালো করে জানে। এটা ওঁর ব্যক্তিগত বিষয়। ও একজন সাংসদ, একটি দলের প্রতিনিধিত্ব করে, আমার বিশ্বাস ও ভবিষ্যতে নিজেকে সংশোধন করবে।“
এদিকে সাংসদ পদে শপথ গ্রহণের সময় কি মিথ্যে তথ্য দিয়েছিলেন নুসরত জাহান (Nusrat Jahan)? তৃণমূলের অভিনেত্রী সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিলেন বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য (Sanghmitra Maurya)। ২০১৯ সালের ২৫ জুন। পরনে বেগুনি পাড়ের সাদা শাড়ি। সিঁথি জোড়া সিঁদুর। হাতে মেহেন্দির গাঢ় রঙ। সদ্য বিবাহিতা নুসরত শপথবাক্য পাঠের সময় নিজের নামের সঙ্গে জুড়ে দিয়েছিলেন স্বামী নিখিলের (Nikhil Jain) পদবি। কিন্তু সবাইকে চমকে দিয়ে দিনকয়েক আগে অন্তঃসত্ত্বা নুসরত জানান, নিখিলের সঙ্গে তাঁর বিয়েই হয়নি। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন। নুসরতের এই দাবি ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। বিজেপি প্রশ্ন তোলে, যদি বিয়েই না হয়, তাহলে লোকসভার ওয়েবসাইটে সাংসদ প্রোফাইলে কীভাবে নুসরত জাহান বিবাহিত? কীভাবে ২০১৯ সালের ১৯ জুন তাঁর বিয়ের দিন এবং স্বামীর নাম নিখিল জৈন বলে উল্লেখ করা হল? এবার এক ধাপ এগিয়ে নুসরতের বিরুদ্ধে ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিলেন বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য।