Tangra News : ট্যাংরাকাণ্ডে NRS থেকে ছাড়া হল প্রসূনকে। আনা হল ট্যাংরা থানায়
ABP Ananda LIVE : ট্যাংরাকাণ্ডে NRS থেকে ছাড়া হল প্রসূনকে। ট্যাংরা থানায় আনা হল প্রসূন দে-কে। ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারেন প্রসূন দে। এমনটাই জানা যাচ্ছে পুলিশ মারফত।
West Bengal News Live: অরূপের সুরে এবার সৌগত, যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি, 'তৃণমূলের ২-৩ হাজার ঢুকলে কোথায় বাঁচবে?'
অরূপের সুরে এবার সৌগত, যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি। 'তৃণমূলের ২-৩ হাজার ঢুকলে কোথায় বাঁচবে?' 'প্রেসিডেন্সির মতো এখানেও এখনও পুলিশ নিয়ে ভাবতে হবে'। 'প্রশাসনিক ব্যবস্থা নিলে হাজার খানেক পুলিশ ঢুকে যাবে'। 'ওটা ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত, না হলে কেউ সমবেদনা দেখাত না'। 'যাদবপুর তো বাংলার বাইরে নয়, কেউ গেলেই গাড়ি ভাঙবে'। 'যাদবপুরে একটা অসহ্য বাঁদরামির খেলা চলছে, সহ্য করা যায় না'। এর আগে বাবুল, ধনকড়কে বাধা, এবার ব্রাত্যকেও বাধা। ছেলেটা দুর্ভাগ্যজনকভাবে আহত না হলে কেউ সমবেদনা দেখাত না।



















