Suvendu on JU : রাজ্যপালের উচিত আর জি করের মতো JU-তে সেন্ট্রাল ফোর্স পাঠানো : শুভেন্দু
ABP Ananda LIVE : 'রাজ্যপালের উচিত আর জি করের মতো সেন্ট্রাল ফোর্স দিয়ে পঠন পাঠন ছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্যান্য কাজ বন্ধ করে দেওয়া', বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল। মিছিলে সামিল যাদবপুরের পড়ুয়া, প্রাক্তনীরা। যাদবপুর থানার সামনে পুলিশ মিছিল আটকালেও পরে এগোয় মিছিল।
West Bengal News Live: অরূপের সুরে এবার সৌগত, যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি, 'তৃণমূলের ২-৩ হাজার ঢুকলে কোথায় বাঁচবে?'
অরূপের সুরে এবার সৌগত, যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি। 'তৃণমূলের ২-৩ হাজার ঢুকলে কোথায় বাঁচবে?' 'প্রেসিডেন্সির মতো এখানেও এখনও পুলিশ নিয়ে ভাবতে হবে'। 'প্রশাসনিক ব্যবস্থা নিলে হাজার খানেক পুলিশ ঢুকে যাবে'। 'ওটা ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত, না হলে কেউ সমবেদনা দেখাত না'। 'যাদবপুর তো বাংলার বাইরে নয়, কেউ গেলেই গাড়ি ভাঙবে'। 'যাদবপুরে একটা অসহ্য বাঁদরামির খেলা চলছে, সহ্য করা যায় না'। এর আগে বাবুল, ধনকড়কে বাধা, এবার ব্রাত্যকেও বাধা। ছেলেটা দুর্ভাগ্যজনকভাবে আহত না হলে কেউ সমবেদনা দেখাত না।



















