Kanchan-Pinky Tussle: ''জনপ্রতিনিধি হিসাবে দায়বদ্ধতা থাকে, কিছু জিনিস এড়ানোই ভাল", কাঞ্চন ইস্যুতে মন্তব্য রাজের
কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (Pinky Banerjee) ইস্যুতে এবার মুখ খুললেন পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। তিনি বলেন, “জনপ্রতিনিধি হিসাবে কিছু দায়বদ্ধতা থাকে। কিছু জিনিসকে এড়িয়ে গেলেই ভালো। কিছু জিনিস প্রকাশ্যে না আনাই ভালো, যদিও আমরা যাই করি, তাই প্রকাশ্যে আসে। এই ব্যাপারটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আমি কাঞ্চনকে খুব ভালোভাবে চিনি। পিঙ্কিকেও আমি ভালোভাবেই চিনি, আমরা একসঙ্গে কাজ করেছি। ওর ছেলেও আমার সঙ্গে কাজ করেছে। অনেকদিন ধরেই যে ওরা একসঙ্গে থাকছে না, সেটাও আমরা জানি। আমরা এও জানতাম যে ওদের মধ্যে একটা ভালো বোঝাপড়া রয়েছে। কেন এমন ঘটনা ঘটে গেল এবং তা জনসমক্ষে আনা হল, ওরাই বলতে পারবে। আমি এই ব্যাপারে বলে আর জটিলতা বাড়াতে চাই না।“
কাঞ্চন মল্লিক ও তাঁর বান্ধবী শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) সঙ্গে অভিনেতার স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিবাদের মধ্যেই এবার প্রকাশ্যে এল একটি ভিডিও। দেখুন, ঠিক কী ঘটেছিল ১৯ জুন?