Sadhan Pandey: গোয়াবাগানের পৈত্রিক বাড়িতে সাধন পাণ্ডের মরদেহ|Bangla News
আজ সাধন পাণ্ডের শেষকৃত্য। সকাল পিস ওয়ার্ল্ড থেকে সাধন পাণ্ডের (Sadhan Pandey) মরদেহ নিয়ে যাওয়া হয় কাঁকুড়গাছির বাড়িতে। সেখান থেকে গোয়াবাগানের পৈত্রিক বাড়ি ঘুরে বিধানসভায় নিয়ে যাওয়া হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন বিধায়করা। এরপর নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। গতকাল রাত সোয়া ১টা নাগাদ মুম্বই থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় সাধন পাণ্ডের মরদেহ। সঙ্গে ছিলেন স্ত্রী ও মেয়ে। বিমানবন্দরে দীর্ঘদিনের সতীর্থকে শেষ শ্রদ্ধা জানান সুজিত বসু (Sujit Bose), অতীন ঘোষ (Atin Ghosh), শশী পাঁজা (Sashi Panja), তাপস রায় (Tapas Roy)-সহ তৃণমূলের (TMC) কর্মী, সমর্থকরা। এরপর দেহ নিয়ে যাওয়া হয় পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ডে। সেখানে উপস্থিত ছিলেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।
![Chok Bhanga Chota: মহাকুম্ভের পথে বিপর্যয়, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/17/095e0d51ece68b14630ae0b3ff600c4e1726584047480967_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)