Sandhya Mukherjee: ফুসফুসে সংক্রমণ, রয়েছে শ্বাসকষ্টও, SSKM-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হল অসুস্থ সন্ধ্যাকে |Bangla News
গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ (SSKM)। তাঁর পরিবার সূত্রে জানা যাচ্ছে, গতকাল বিকেলের পর থেকেই তাঁর শারিরীক অবস্থার অবনতি হয়। কিছুদিন আগেই শৌচাগারে পরে গিয়েছিলেন তিনি। কোমরে চোট ছিল। নিউমোনিয়ারও লক্ষণ ছিল। গতকাল ফুসফুসে সংক্রমণ আরও বেড়ে যায়। পারিবারিক চিকিৎসক বিষয়টি দেখেন। আরটিপিসিআর (RTPCR) করার নির্দেশ দেন। সেই আরটিপিসিআরও করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে আরটিপিসিআর-এর রিপোর্ট এখনও আসেনি। এমনবস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) তাঁকে ফোন করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতাতেই তড়িঘড়ি তাঁকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়।
![Chok Bhanga Chota: মহাকুম্ভের পথে বিপর্যয়, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/17/095e0d51ece68b14630ae0b3ff600c4e1726584047480967_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)