Writers Building: এবার খোদ মহাকরণে চুরি!
এবার খোদ মহাকরণেই সিঁদ কাটল চোরেরা। মহাকরণের জুডিসিয়াল বিভাগে সম্প্রতি দু'টি কম্পিউটার চুরি গিয়েছে। মহাকরণে আইনমন্ত্রীর ঘর থেকে চুরি। মলয় ঘটকের ঘর থেকে ২টি কম্পিউটার চুরি। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে হাইকোর্টে মালদা জেলা পরিষদের সভাধিপতি। বিজেপির জেলা সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের ২৩ সদস্যের। তৃণমূলের অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে হাইকোর্টে জেলা পরিষদের সভাধিপতি। অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে হাইকোর্টে মালদা জেলা পরিষদের সভাধিপতি। অনাস্থা প্রস্তাব নিয়ে ৮ জুলাই সভার আগে স্থগিতাদেশ চেয়ে মামলা। দলবদলের পর এই মুহূর্তে মালদা জেলা পরিষদে তৃণমূলের ২৪ জন সদস্য। দলবদলের পর এই মুহূর্তে মালদা জেলা পরিষদে বিজেপির ১১ সদস্য।
সলিসিটর জেনারেলের পদ থেকে তুষার মেহতার অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিল তৃণমূল। নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কীভাবে সলিসিটর জেনারেলের (Tushar Mehta) সঙ্গে বৈঠক করতে পারেন? এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তৃণমূলের (TMC) তিন সাংসদ। ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien), সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy ) এবং মহুয়া মৈত্রের (Mahua Moitra) তরফে ওই চিঠি মোদিকে পাঠানো হয়েছে।